সিরাজগঞ্জ ইসলামীয়া সরকারি কলেজ ময়দানে গত শুক্রবার(১৬ জুন)বিকেলে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তিকর মন্তব্য ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। শনিবার(১৭ জুন) সকালে দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর হয়ে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে সমবেত হয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর নেতৃত্বে ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজউদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগ,শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহণ করে।