বরিশালের উজিরপুরে বর্ণাঢ আয়োজনে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন,পুস্পমাল্য অর্পন, রেলী,কেক কাটা ও আলোচনা সভা অনুস্ঠিত হয়েছে ।
শুক্রবার (২৩ জুন) সকাল ৯ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা । এর পুর্বে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পরে একটি বর্ণাঢ্য রেলী বিভিন্ন স্বরক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এবং কেক কেটে প্রতিস্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা। সকাল ১০ টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও পৌরমেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী,সহ সভাপতি অধ্যক্ষ মো: শাহাদাত হোসেন,অশোক কুমার হাওলাদার ,যুগ্মসম্পাদক এ্যাড:শহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক অপুর্ব কুমার বাইন রন্টু,মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি খানম,যুবলীগের সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন,ছাত্রলীগের সাবেক সভাপতি আনিচুর রহমান নয়ন,শ্রমিকলীগের সভাপতি শিপন মোল্লা, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিপন মোল্লা , বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি আব্দুস ছালাম,উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী প্রমখ।