প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত তিন সিটি কর্পোরেশনের মেয়রকে সোমবার(৩ জুলাই) শপথ পরাবেন।শপথ উপলক্ষে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন বরিশাল,খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।সোমবার(৩ জুলাই) সকাল ১০টায় গণভবনে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানা গেছে।বরিশাল,খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচিত ৩ মেয়রকে শপথ পরাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।অপরদিকে এই তিন সিটির কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের শপথ পরাবেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ইতিমধ্যে শপথ নিতে ঢাকায় অবস্থান করছেন মেয়র ও কাউন্সিলররা।
বরিশাল সিটি কর্পোরেশনের সূত্র জানায়,নতুন মেয়র ও কাউন্সিলররা শপথ নিলেও এখনই দায়িত্ব বুঝে নিতে পারছেন না।বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহর নেতৃত্বাধীন চতুর্থ পরিষদের মেয়াদ শেষ হবে আগামী ১৪ই নভেম্বর।ঐদিন দায়িত্বভার বুঝে নেবেন এই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।