পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজীব পরিবহনের চাঁপায় কুলসুম বেগম নামের তিন সন্তানের জননী নিহত হয়েছেন। নিহত কুলসুম বেগম মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি গ্রামের অটোচালক কবির হোসেনের স্ত্রী।
জানাগেছে, সোমবার(৩ জুলাই) রাতে নিহত কুলসুম বেগম স্বামীর অটোতে করে বাড়িতে যাচ্ছিলেন। মঠবাড়িয়া-চরখালী সড়কের দেবীপুর সিনিয়র মাদ্রাসার সামনে ব্রিজের ঢালে মঠবাড়িয়া থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস অটো গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে কুলসুম বেগম গাড়ি থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।