পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের উপ নির্বাচনে আ.লীগ দলীয় নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে গিয়ে সতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর। দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে সতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় ওই ইউনিয়ন আ.লীগের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দলের সিদ্ধান্তকে অমান্য করার অপরাধে সুব্রত কুমার ঠাকুরের বিরুদ্ধে দল থেকে অব্যহতি প্রদান সহ শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণের জন্য দলের উর্ধ্বতন নেতাদের কাছে দাবী জানিয়েছেন। জানা গেছে, ওই ইউনিয়নের উপ নির্বাচনে আ.লীগ দলীয় প্রার্থী হিসেবে প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব সিকদারের জেষ্ঠ্য পুত্রবধু ফারজানা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন শুরু হওয়া থেকে এ পর্যন্ত সুব্রত কুমার ঠাকুর আ.লীগ দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনে কোন ধরনের প্রচার প্রচারণায় অংশ নেননি। অভিযোগ আছে সুব্রত কুমার ঠাকুরের পরিবারের সদস্য সহ তার অনুসারী লোকজন দলীয় সিদ্ধান্তকে অমান্য করে আ.লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে সতন্ত্র প্রার্থী গাজী মো. মিজানুর রহমানের পক্ষে প্রচারণা চালিয়ে আসছে। শনিবার(৮ জুলাই) বিকেলে সুব্রত কুমার ঠাকুর নিজে সতন্ত্র প্রার্থী গাজী মো. মিজানুর রহমানের সাথে ওই ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন। এসময় তিনি আগামী ১৭ জুলাই তারিখের নির্বাচনে নৌকার বিপক্ষে অটোরিকশা প্রতীকে ভোট চান।