1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ড্রাম ট্রাকে পৃষ্ঠে গেল যুবক কাউখালীতে নারীপক্ষ ও ডিডিএস ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত পিরোজপুরে দুদকের মামলায় হিসাবরক্ষণ ও এলজিইডি’র ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার গজারিয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন ফুলপুরে উপজেলা কমপ্লেক্সের গেট নির্মাণ কাজের  উদ্বোধন রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অসদুপায়ের দায়ে ১১ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে জরিমানা ফুলপুরে অবৈধভাবে চাল মজুদের দায়ে জরিমানা ও চাল জব্দ মুন্সীগঞ্জে স্ত্রীকে খুন করে তিন সন্তান উধাওয়ের ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ মুন্সীগঞ্জ-ঢাকা সড়ক শিক্ষার্থীদের সাড়ে ৫ ঘন্টা অবরোধ গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীতে কাজী আবুল কাশেম স্টেডিয়াম এর আধুনিকায়ন ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন

  • প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৯৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার কাজী আবুল কাশেম স্টেডিয়াম এর আধুনিকায়ন ও পটুয়াখালী সদর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আহসান রাসেল এমপি। ভিত্তিপ্রস্থর স্থাপনকালে উপস্হিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য মোঃ শাহাজাহান মিয়া এমপি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রবিবার(২৩ জুলাই) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে পটুয়াখালীর কাজী আবুল কাশেম স্টেডিয়াম এর আধুনিকায়ন ও পটুয়াখালী সদর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত খেলাধুলার মানোন্নয়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত আমার গ্রাম আমার শহর এর ভিশনকে সামনে দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর প্রতিটি উপজেলায়ও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। নাগরিক সুবিধাকে একেবারে তৃণমূলে পর্যায়ে নিয়ে যেতে পর্যায়ক্রমে জেলা উপজেলা ও ইউনিয়নেও স্টেডিয়াম নির্মাণ এর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে পটুয়াখালী জেলার কাজী আবুল কাশেম স্টেডিয়াম এর আধুনিকায়ন প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এছাড়াও বঙ্গবন্ধুর হাতে গড়া বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় দুস্থ খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এ ফাউন্ডেশনের সীডমানি ছিলো ১৭ কোটি টাকা যা গত চার বছরে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতায় বেড়ে দাড়িয়েছে ৬৭ লক্ষ টাকার অধিক। এ সীডমানি থেকে খেলোয়াড়দের জন্য ক্রীড়া সম্মানি ভাতা চালু করা হয়েছে। এছাড়া যে সকল ক্রীড়াবিদ পড়াশোনা করছে তাদেরকে সহযোগিতার লক্ষ্যে প্রথমবারের মতো বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি চালু করেছি।
পদ্মা সেতুকে এ অঞ্চলের ভাগ্য পরিবর্তনের সেতু উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতু হবে এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রধান নিয়ামক। বঙ্গবন্ধুর কণ্যা এ সেতু নির্মাণের মাধ্যমে দক্ষিণ পশ্চিমা অঞ্চলের মানুষকে চিরদিনের জন্য কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন। তিনি প্রমান করেছেন বাঙালি জাতি কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করে না। এ সময়ে ভবিষ্যতেও পটুয়াখালী জেলার খেলাধুলার উন্নয়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, আজ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ এলাকার জনগণের দীর্ঘ দিনের স্বপ্ন পূরন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓