কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুলাই) রাতে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। এছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী জানান, শুক্রবার রাতে পুলিশ বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, কুলিয়ারচর উপজেলা আমীর মাওলানা রফিকুর রহমান, হোসেনপুর উপজেলা কর্মপরিষদ সদস্য তাজুল ইসলাম, বাজিতপুরে পিরিজপুর ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ার হোসেন ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিককে গ্রেফতার করেছে। তিনি জানান, গ্রেফতারকৃত নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা ছিল না। তাদেরকে বিনা ওয়ারেন্টে হয়রানির উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও জেলা ও বিভিন্ন উপজেলায় নেতা কর্মীদের বাসায় পুলিশ তল্লাশি চালায়। নেতৃবৃন্দকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন।