রংপুরে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভাগীয় সমাবেশে যোগদানে যাওয়ার আগে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ অনন্য এক ডিসপ্লে প্রদর্শন করে। কয়েক হাজার নেতাকর্মীর সাহায্য নৌকা প্রতীক এর মানব প্রতিকৃতি অঙ্কন করেন। বুধবার (২ আগস্ট) ১১ টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নৌকা চিহ্ন অঙ্কন করে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। এতে প্রায় ১০ থেকে ১৫ হাজার ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে তারা বিভিন্ন যানবাহনে করে রংপুরের উদ্দেশ্যে রওনা হন। কুড়িগ্রাম জেলা শাখা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (নয়ন) জানান, স্বাধীনতা, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক নৌকার মানব প্রতিকৃতি তৈরি করার মাধ্যমে আজকে আমাদের সমাবেশের পথে যাত্রা শুরু হয়। সেই নৌকা সাথে নিয়ে দেশরত্ন শেখ হাসিনার রংপুর মহাসমাবেশ জনসমুদ্রে রূপ দিতে প্রায় ১০হতে১৫ হাজার ছাত্রলীগের নেতা-কর্মী নিয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ অংশ গ্রহণ করেছে। সমাবেশটি সফলভাবে সম্পন্ন হওয়ায় কুড়িগ্রাম জেলা ছাত্রলীগও সফল। উল্লেখ্য, সৃজনশীল কর্মকাণ্ডে বেশ প্রশংসনীয় ভূমিকা রয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।