ঝালকাঠির কাঁঠালিয়ায় বিদ্যুতের ছেড়া তার সরাতে গিয়ে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো.মিজানুর রহমান ও লাইনম্যান মো. মনির হোসেন মোল্লা নামের দুই কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার(২ আগষ্ট) সন্ধ্যা সারে ৭টার দিকে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মোল্লারহাট বাজারের পশ্চিম পাশে শিক্ষক আবুল কালাম মোল্লা বাড়ীর সমজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান পল্লী বিদ্যুতের উপজেলার মরিচবুনিয়া কেন্দ্রের ইনচার্জ ও পটুয়াখালী সদরের বাসিন্ধা ছিলেন। অপর নিহত লাইনম্যান মো. মনির হোসেন মোল্লা উপজেলার বানাই গ্রামের মৃত্যু আবদুল বারেক মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া পল্লী বিদ্যুতের আবাশিক প্রকৌশলী এসএম সামিমুল ইসলাম। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানাযায়, বুধবার বিকেলে বিদ্যুতের লাইনের কাজ করতে নেয়ামতপুর গ্রামে আসেন কেন্দ্রের ইনচার্জ মো. মিজানুর রহমান ও লাইনম্যান মনির হোসেন। এসময় তারা মোল্লারহাট বাজারের পশ্চিম পাশে আবুল কালাম মোল্লার বাড়ীর মসজিদের সামনে বিদ্যুতের তার ছিড়ে পরে থাকতে দেখেন। ওই তার সরাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয় দুই কর্মী। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকেই মৃত ঘোষনা করেন। কাঁঠালিয়া পল্লী বিদ্যুতের আবাশিক প্রকৌশলী এসএম সামিমুল ইসলাম জানান, দুর্যোগপুর্ন আবহাওয়ায় বিদ্যুতের লাইনে সমস্যা হয়েছে। এমন খবর পেয়ে লাইনে কাজ করতে যায়ন ওই দুই কর্মী। তখন ছেড়া তার অপসারণ করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয় তারা। কাঁঠালিয় থানার অফিসার ইনচার্জ( ওসি) মো.শহীদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।