উজিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাদারী সংগঠন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। ৪ আগষ্ট শুক্রবার সকাল ১০ টায় সাকুরা রেস্তরার ভিআইপি লাউন্সে উপজেলার সিনিয়র সাংবাদিক কল্যান কুমার চন্দ’র সভাপতিতে অনুষ্ঠিত সভায় বক্তাব্য বক্তাব্য রাখেন আঃ রহিম সরদার, মাহফুজুর রহমান, শাকিল মাহমুদ বাচ্চু, নাজমুল হক মুন্না এ সময় উপস্তিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় আঃ রহিম সরদার (দৈনিক আমাদের সময়) কে সভাপতি শাকিল মাহমুদ বাচ্চু (দৈনিক দেশ রুপান্তর) কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১৬ সদেস্য উজিরপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়। সহ সভাপতি বাসুদেব পাড়য়া (কলমের কন্ঠ) চঞ্চল সরদার (বরিশাল ক্রাইম) যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মাসুৃম (দৈনিক মানবকন্ঠ) সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না (দৈনিক আমাদের নতুন সময়) কোষাদক্ষ পদে জাহিদ হাসান, প্রচার সম্পাদক বিপ্লব হাজারী (দৈনিক হিরœময়) ক্রীড়া সম্পাদক সুদেব মন্ডল (দৈনিক বাংলাদেশ বুলেটিন) সাহিত্যও প্রকাশনা সম্পাদক কমল বাড়ৈ পুলক (এশিয়ান টিভি) দপ্তর সম্পাদক জুনায়েদ খান সিয়াম ( আজকের বরিশাল) নিবার্হী সদেস্য কল্যান কুমার চন্দ, (দৈনিক সংবাদ) সৈয়দ জাহিদ আলম (দৈনিক মতবাদ) শাওন চক্রবর্ত্তি,জাহিদুল ইসলাম মিঠু মোল্লা ও আলমগীর লস্কর নির্বাচিত হয়েছেন। সাংবাদিকতা পেশার সুনাম ও পেশার মর্যদা রক্ষায় যে কোন ত্যাগ স্বীকার করতে বন্ধপরিকর উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সকল সদেস্যরা।