বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে দলগুলোকে সংলাপ ও সমঝোতার আহবান জানিয়ে ঝালকাঠিতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন।
শনিবার (৫ আগষ্ট) সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সুজনের নেতৃবৃন্দ অংশ নেন। সুজন ঝালকাঠি জেলা শাখার সভাপতি ইলিয়াছ সিকদার ফরহাদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু, সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক মঈন তালুকদার, যুগ্ম সম্পাদক প্রশান্ত দাস হরি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা, জেলা বিএনপির আহব্বায়কক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, সুজনের সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিল। আলোচনায় বক্তারা রাজনৈতিক দলের মধ্যে সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দলগুলোর মধ্যে সংলাপের আহব্বান জানান।