বরগুনার আমতলী-পটুয়াখালী সড়কে একটি মালবাহী পিকআপ ও যাত্রবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নুরুজ্জামান নামের এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো সাতজন। সোমবার (৭ আগষ্ট) বেলা ১১টার দিকে সড়কের উর্শিতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এর মধ্যে গুরুতর আহত নুরুজ্জামান হাসপাতালে মারা যান। নুরুজ্জামান উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের শিক্ষক জয়নুল আবেদীনের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. তানভির শাহরিয়ার বলেন, গুরুতর আহত নুরুজ্জামান চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মারা যান। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপচালক লিটন ও পিকআপটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।