পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে শোক মিছিল, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। সোমবার(১৪ আগষ্ট) বিকেল চারটায় উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির শুরুতে শহরে শোক মিছিল বের করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্র লীগের শত শত নেতা-কর্মীরা অংশগ্রহন করেন। এরপর শহরের শেখ কামাল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক আশিক তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, পৌর যুব লীগের সাবেক সভাপতি মো. জিয়াউর রহমান, সেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ, উপজেলা ছাত্র লীগের সাবেক সহসভাপতি মহিববুল্লাহ মহিব, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, আসাদুজ্জামান হিরন, ছাত্র নেতা মিজানুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনা করেন খেপুপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান অমি গাজী। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মো. মহিববুর রহমান বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। এ মুহুর্তে ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে। সাংবিধানিক পন্থায় যথাসময়ে নির্বাচন হবে। আমাদের এখন নির্বাচনের জন্য প্রস্ততি নিতে হবে। আগামী নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগষ্ট নিহত সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।