পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের ধলহার গ্রামে নিখোঁজের ছয় দিন পর পেয়ারা বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় শুভ মিস্ত্রী (২৪) নামে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুভ ওই গ্রামের মৃত মধুসদন মিস্ত্রীর ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, গত সোমবার থেকে শুভ নিখোঁজ ছিলো। শনিবার (২৬ আগষ্ট) সকালে ওই এলাকার হিরালাল মিস্ত্রীর পেয়ারার বাগানে শ্রমিকরা পেয়ারা পাড়তে গেলে বাগানে একটি চাম্বল গাছের সাথে শুভ মিস্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায় তারা। এসময় শ্রমিকদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। পওে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করে। এদিকে পারিবারিক কলহের জের ধরেই এই ঘটনা ঘটতে পারে বলে জানান এলাকাবাসী। নাম প্রকাশ না করার শর্তে একাধীক এলাকাবাসী জানায়, শুভ’র সাথে তিন বছর পূর্বে বরগুনা এলাকার নিপা মিস্ত্রীর সাথে বিয়ে হয়। বিয়ের সময় নিপার বয়স ছিলো আনুমানিক তের বছর। গত এক বছর ধরে তাদের পারিবারিক কলহ চলে আসছিলো। এ নিয়ে একাধীকবার এলাকায় শালিস বৈঠকও হয়েছে। সম্প্রতি তাদের পরিবারে আবার কলহ দেখা দিলে নিপা মিস্ত্রী তার পিত্রালয়ে চলে যায়। গত সোমবার থেকে (২১আগষ্ট) শুভ মিস্ত্রীর কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে শুভ’র মা কুসুমী মিস্ত্রী নেছারাবাদ থানায় একটি সাধারন ডাইরি করেন। শনিবার পেয়ারা বাগানে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। লাশের সন্ধান পাওয়ার পরপরই আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের চেয়ারম্যান মিঠুন হালদার, নেছারাবাদ থানার ওসি (তদন্ত) মাসুদ খাঁন, এসআই পনির, এসআই আব্দুর রহিম সহ পুলিশ ওই স্থানে ছুটে যান। এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের শেষে লাশ ময়না তদন্তে পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট পাওয়ার পরে তদন্ত করে পরবর্তী আইন আনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।