পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ স্কাউটসের বরিশাল অঞ্চল পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড এর মূল্যায়ন পরীক্ষা এবং সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কাউটসের শাপলা কাব অ্যাওয়ার্ড এর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা স্কাউটস কমিশনার সুব্রত রায় বলেন, বরিশাল অঞ্চল পর্যায়ে কাউখালী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শাপলা কাব অ্যাওয়ার্ড এর মূল্যায়ন পরীক্ষা ও সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তিনি আরও বলেন,উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ জন শিক্ষার্থী দুইটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যে সমস্ত শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে উর্ত্তীন হবেন তারা পরবর্তীতে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ করবেন। এসময় স্কাউটসে বরিশাল অঞ্চলের মজিবুর রহমান (এল পি),পিরোজপুর জেলা স্কাউটসের সহকারী কমিশনার খালেদা আক্তার হেনা, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক বাবর তালুকদার, উপজেলা কাব লিডার নুরুজ্জামান সিকদার সহ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।