"সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার" এই প্রতিপাদ্যের আলোকে পিরোজপুরের কাউখালীতে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে র্যালী,আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বর্তমান সরকারের তৃণমূল পর্যায়ে,সরকারের সকল স্থানীয় সরকার সংশ্লিষ্ট বিভাগ,দপ্তর,উপজেলা পরিষদ,ইউনিয়ন পরিষদ, বর্তমান আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড নিয়ে ১৭ই সেপ্টেম্বর থেকে ১৯ই সেপ্টেম্বর তিন দিন ব্যাপী ব্যাপক কর্মসূচি নিয়ে উপজেলা পরিষদের চত্বরে এক উন্নয়ন মেলার রবিবার (১৭ সেপ্টেম্বর) উদ্বোধন করা হয়েছে।দিবসটি উপলক্ষে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করে।র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া,উপজেলা প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন,সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু প্রমুখ।