ঝালকাঠির রাজাপুরে দিনব্যাপী বিভিন্ন এলাকার উন্মুক্ত জলাশয়ে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে৷মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর)উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ মাছ অবমুক্ত করা হয়৷২০২৩-২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় রুই,কাতলা ও শিং সহ বিভিন্ন প্রজাতির প্রায় ৫ শ’ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ এর উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস,জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক ও উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মাহমুদুল হাসান সহ এলাকায় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।