জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে শিক্ষা ও অপ্রত্যাশিত খাত হতে বিভিন্ন ব্যাক্তিদের মাঝে সাড়ে তিন লাখ টাকার চেক বিতরন করা হয়েছে।মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর)সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।অনুষ্ঠানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজফুল,সদস্য আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার কাজী আব্দুল বাতেন,উচ্চমান সহকারী কেএম সেলিনা সুলতানা,মুকুল হোসেন,সাহেব আলী,নান্নু শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।