পিরোজপুর-২ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ইসহাক আলী খান পান্না কাউখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী- নেছারাবাদ) আসনের মনোনয়ন প্রত্যাশী ইসহাক আলী খান পান্না বলেন, ছাত্র জীবন থেকে আওয়ামীলীগ রাজনীতির সঙ্গে যুক্ত। জীবন বাজী রেখে জামায়াত-বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর -২ আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় কাজ করছি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিলে এমপি নির্বাচিত হয়ে সাধারণ মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেব।এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের চিত্র তুলে ধরে বলেন, দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পূনরায় ক্ষমতায় আনার জন্য সকলকে ঐক্যবদ্য ভাবে কাজ করার আহবান জানান।মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,সাংবাদিক রতন কুমার দাস,এনামুল হক,শেখ রিয়াজ আহম্মেদ নাহিদ,তারিকুর রহমান তারেক।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুনিল কুন্ডু,আওয়ামিলীগ নেতা শাহ মোহাম্মদ কাইয়ুম,কাজী মাসুদ ইকবাল,মোঃ ইউনুস খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ মিল্টন,বেবেকা শাহজাদী শাহিন চৈতি,উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নিয়াজ আহম্মেদ, যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলক কর্মকার,যুগ্ন আহবায়ক নাসির তালুকদার,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজু তালুকদার,কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জিতুসহ উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,কৃষক লীগ,মহিলা শ্রমীক লীগের নেতৃবৃন্দ।