আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া -নেছারাবাদ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ কাউখালী উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় করেন।মতবিনিময়কালে মহিউদ্দিন মহারাজ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর-২ আসনের কাউখালী-ভান্ডারিয়া -নেছারাবাদ উপজেলার আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উজ্জীবিত করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।তিনি বলেন দেশের উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনা দরকার। এসময় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দলের কাছে নমিনেশন চাইব। আর আমি মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।কারণ আমি মানুষকে ভালোবাসি, এ এলাকার মানুষও আমাকে ভালোবাসে।দলীয় হাইকমান্ড আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটে এই আসন থেকে নির্বাচিত হবো ইনশাআল্লাহ।এসময় তিনি দলীয় মনোনয়ন লাভে তৃণমূলের নেতাকর্মীদের পাশাপাশি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।এ সময় তিনি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তিও গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ সভাপতি সুনীল কুন্ডু, মাহামুদ খান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদী রেবেকা শাহিন চৈতী, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, আবু সাইদ, গাজী সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ নিয়াজ আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিছাদ হাওলাদার, সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্তসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।