পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক খাঁনকে (৭৭) রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে।বুধবার (১৮ অক্টোবর) সকালে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে …….. রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী,দুই ছেলে ও তিন মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ঐদিন বিকেলে চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল এ বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।পরে জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম,সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম গভীর শোক প্রকাশ করেছেন।