পিরোজপুরের মঠবাড়িয়ায় মোটর সাইকেল দূর্ঘটনায় মো. সবুজ গাজী (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।এ সময় ওই মোটর সাইকেলে থাকা মো. আলা উদ্দিন আকন (১৭) নামের অন্যএক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছেন।তারা উভয়েই উপজেলার ডাক্তার রুস্তম আলী ফরাজী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিন সোনাখালী গ্রামে।নিহত কলেজ ছাত্র সবুজ গাজী উপজেলার মানিকখালী গ্রামের কবির গাজীর ছেলে।আর আহত মো. আলাউদ্দিন আকন একই গ্রামের নুরুল আমিন আকনের ছেলে।নিহতের পিতা কবির গাজী জানান, তার পুত্র প্রতিদিনের ন্যায় মোটর সাইকেলে করে কলেজে যাচ্ছিলো।ওই দিন সকাল ১০টার দিকে ক্লাসের উদ্দেশ্যে তার এক বন্ধুকে নিয়ে যাওয়ার পথে এ দূর্ঘনায় নিহত হয়।থানা পুলিশ ও স্হানীয় সূত্রে জানা, ওই দিন সকাল ১০টার দিকে ওই দুই ছাত্র মোটর সাইকেলে করে কলেজে যাচ্ছিলেন।এ সময় দক্ষিন সোনাখালী এলাকার ইলিয়াস জামালের বাড়ির কাছে পৌঁছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে।এ সময় মোটর সাইকেলের চালক সবুজ গাজী ও তার সাথে থাকা মোটর সাইকেল আরোহী মো. আলা উদ্দিন গুরতর আহত হন।স্হানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজ গাজীকে মৃত্যু বলে ঘোষনা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রাজিব রায়হান বলেন সবুজ গাজীকে মৃত্যু অবস্হায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।আর সাথে থাকা আলা উদ্দিনকে উন্নত চিকিৎসারজন্য অন্যত্র প্রেরন করা হয়েছে।ওই কলেজের অধ্যক্ষ শাহ আলম মারুফ বলেন, ওই কলেজ ছাত্ররা বাড়ি থেকে কলেজে আসার সময় আহত হয়েছেন।তাদের খোঁজ নেয়া হয়েছে।নিহতের বাড়িতে কলেজের পক্ষ থেকে টিম পাঠানো হয়েছে।আর আহতকে চিকিৎসার জন্য সহযোগীতা করা হবে।মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, নিহত কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।ঘটনাস্হলে পুলিশ পাঠানো হয়েছে।