“নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি,এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে” সিরাজগঞ্জে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও রোভার স্কাউটদেরকে নিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছনতা সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৯অক্টবর) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জ এর আয়োজনে জেলা প্রশাসন সিরাজগঞ্জ বাস্তবায়নে ও সিরাজগঞ্জ পৌরসভার সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছনতা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক-উপসচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছনতা সপ্তাহ পালনে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা, জনসচেতনতা এবং মশার বংশবিস্তার রোধের বিকল্প নেই। এসব বিষয়ে কার্যক্রম আরো বৃদ্ধি করতে হবে।ব্যক্তি মালিকানাধীন কোন বাড়ি, ভবন ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ডেঙ্গু প্রতিরোধে শহরবাসী সকলকেই সচেতন হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন তিনি বলেন, বাড়ির আঙ্গিনা,ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, গাড়ীর পরিত্যক্ত টায়ার, টিনের কোঁটা, ভাঙ্গা কলস, ড্রাম, ডাব-নারিকেলের খোসা, এয়ারকন্ডিশনার ও রেফ্রিজারেটারের তলায় পানি জমতে দেবেন না।যে সব স্থানে মশা জন্মাতে পারে সে সব স্থানে পানি জমতে দেবেন না।বাড়ীর ভেতরে, আশ-পাশ ও আঙ্গিনা পরিস্কার করুন।ঘুমানোরে সময়ও মশারি ব্যবহার করুন।ডাব- নারিকেলের খোসা, ভাঙ্গা কলস, টিনের কৌটা ব্যবহারের পর জমিয়ে না রেখে মাটিতে পুঁতে রাখুন।নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি।২৯ অক্টোবর হতে ৪ অক্টোবর ২০২৩ পৌরসভা, ইউনিয়ন পরিষদের আওতাধীন এলাকায় বিভিন্ন নর্দমা, খাল, জলাশয় নিয়মিত ভাবে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে।এ অভিযানে অংশগ্রহণ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী, পৌরসভা ও পরিবেশবাদী সংগঠন কাজ করবে ইনশাআল্লাহ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রামপাদ রায়, সিরাজগঞ্জ পৌরসভার ১ প্যানেল মেয়র মোঃ নুরুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের কর্মকতা কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি, বীরমুক্তিযোদ্ধা গাজী সোহরাব আলী সরকার, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, জেলা এ্যাণ ও পুর্নবাসন কর্মকর্তা আকতারুজ্জামান, ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা তরুন চেয়ারম্যান আশিক আহমেদ, প্রমূখ, অনুষ্ঠানে পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রাশেদ হোসাইন।