ময়মনসিংহের ফুলপুর উপজেলায় যুব রেডক্রিসেন্ট কমিটির গঠন। সোমবার (৩০ অক্টোবর) কমটি গোষনা করা হয়, ইকবাল হাসানকে যুব প্রদান করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, রেড ক্রস ফুলপুর উপজেলা শাখার কমিটি গোষনা করেন জেলা যুব রেডক্রিসেন্ট ময়মনসিংহ ইউনিট।যুব রেডক্রিসেন্ট ময়মনসিংহ ইউনিটের চেয়ারম্যান জনাব ইউসুফ খান পাঠান চেয়ারম্যান জেলা পরিষদের ময়মনসিংহ এর নির্দেশনায় সাধারণ সম্পাদক তাজুল আলম।ইউনিট লেভেল অফিসার ইমতিয়াজ ও জেলা যুব প্রধান মাহবুব আলম সাগর এর সাক্ষরিত কমিটিতে দেখা যায় ইকবাল হাসানকে যুব প্রধান করে সহকারী যুব প্রধান দুইজন ও ছয় ডিপার্টমেন্টে দুইজন করে মোট ১৫ জন সদস্য নিয়ে গঠন করে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা হলেন মোঃ ইকবাল হাসান, মোঃ ইকবাল হাসান, মোঃ জুনাইদ আহমেদ, মোঃ সুজন মিয়া, মোঃ আরিফুল ইসলাম, উম্মে হাবিবা, মোঃ রবিন মিয়া, মোঃ মারুফ হাসান, মোঃ আশিক হাসান, মোঃ লাতিফুর রহমান, রুমা আক্তার, ইমরান হাসান,নমুনিরুল হাসান লাদেন, আব্দুল মুতালেব আকাশ, নাহিদা আক্তার।