সকলে হবো যেদিন প্রতিথযশা
রইবে সকলের ভরপুর আশা,
কাজের ছলে মজার ছলে করব এদেশ জয়-স
রিলিজ হবো যেদিন মোরা করব দিগ্বিজয়।
বিশ্ব দরবারে উঁচু হবে দেশ-হবো সকলে ধন্য,
জ্ঞানের আলো জ্বেলে হবো সবাই দেশবরেণ্য;
নবীনদের হাতে হবে এ পিঠ ধন্য।
কর্মগুণে মানুষ চিনো-জন্ম দেখে নয়,
লেখাপড়ার পাশাপাশি, বাড়তি কারিকুলাম শিখতে হয়;
জয়ের নেশায় আঁঁকব মোরা মোদের পরিচয়।।
প্রতি লাইনের আদ্যক্ষরে আমাদের প্রাণের প্রতিষ্ঠানকে পাওয়া যাবে।
রচনাকালঃ ১ নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ।