পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রলীগের স্থায়ী কার্যালয় উদ্বোধন করেছেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক মহিউদ্দিন মহারাজ।রবিবার (১২ নভেম্বর ) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের সামনে কার্যালয়ের উদ্বোধন করেন তিনি।এ সময় রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।উপজেলা ছাত্রলীগের সভাপতি রিছাদ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্তর সঞ্চলনায় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন মহারাজ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহাসিক দল।দেশের যেকোন মুক্তি, সংগ্রাম, আন্দোলনে এ দলের ভূমিকা অপরিহার্য। তাই আগামীতেও দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করার জন্য নেতা-কর্মীদের আহবান জানান।অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ সভাপতি সুনীল কুন্ডু, মাহমুদ খান খোকন, আওয়ামীলীগ নেতা শাহ মোহাম্মদ কাইয়ুম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, গাজী সিদ্দিকুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুন হোসাইন বাবলু জমাদ্দারসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতারা কর্মীরা উপস্থিত ছিলেন।