পিরোজপুরের কাউখালীতে চলমান অবরোধ আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাসে পড়া সাধারণ মানুষের মাঝে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।তারা কৃষকের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে শাক-সবজি কিনে তা কম দামে বিক্রির ব্যবস্থা করেছে। এর মাধ্যমে সাধারণ ভোক্তারা সঠিক দামে সবজি কেনার সুযোগ পাচ্ছেন।শনিবার (১৮ নভেম্বর) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত ডাকবাংলো মোড়ে এ কর্মসূচি পালন করেন সরকারি কাউখালী মহাবিদ্যালয়ের ছাত্রলীগের নেতৃবৃন্দ।জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সরকারি কাউখালী মহাবিদ্যালয় ছাত্রলীগ কমিটির সভাপতি মোঃ রাজু তালুকদার বলেন, এক শ্রেণীর ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।সেই সব ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই এই আয়োজন।মূলত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি।সবজির বাজারে অস্থিতিশীলতা কাটাতে ছাত্রলীগের সুলভ মূল্যে সবজি বিক্রির এই উদ্যোগ অব্যাহত থাকবে।কলেজ কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জিতু বলেন, কৃষকের কাছ থেকে সরাসরি তাদের উৎপাদিত শাক-সবজি কেনা হয়েছে।কৃষকরা যেমন ন্যায্যমূল্য পাচ্ছেন ঠিক তেমনি সঠিক দামে ভোক্তারা এসব সবজি পাচ্ছেন।