মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া- মুন্সীগঞ্জ সদর)আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্ৰীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।সোমবার(২০নভেম্বর)দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মুন্সীগঞ্জ-৩(গজারিয়া-মুন্সীগঞ্জ সদর)আসনের জন্য মৃণাল কান্তি দাস মনোনয়ন ফরম সংগ্রহ করেন।মৃণাল কান্তি দাস মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া-মুন্সীগঞ্জ সদর) আসনের টানা দুইবারের সংসদ সদস্য।মৃণাল কান্তি দাস ২০১০ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-দফতর সম্পাদক ছিলেন।তিনি ৫ জানুয়ারি ২০১৪ তারিখে অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ (গজারিয়া-মুন্সীগঞ্জ সদর)আসনের জন্য পুনরায় আওয়ামী লীগের প্রার্থী হন মৃণাল কান্তি দাস এবং নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেন।বর্তমানে তিনি টানা দ্বিতীয়বারের মত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।