বরিশাল -পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বাগড়ি বাজার এলাকায় প্রাইভেটকার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে ৷এতে মাহেন্দ্রে থাকা ৪জন যাত্রী গুরুতর আহত হয়।বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটন ঘটে।বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।আহতরা হলেন, শফিকুল ইসলাম (১৮) মুনসুর আলী শরিফ (৬২), জুলফিকার হাওলাদার (৫৫) ও মাহিন্দ্রা চালক আল-আমীন (২৬)৷পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠির দিক থেকে আসা একটি প্রাইভেটকার ও ভান্ডারিয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্য ছেড়ে আসা একটি মাহেন্দ্র রাজাপুর উপজেলার বাগড়ি বাজারে আসলে উভয় মুখোমুখি সংঘর্ষ হয়।এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় মাহিন্দ্রার চালক সহ চারজন গুরুতর আহত হন।রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷