পিরোজপুরের ভাণ্ডারিয়ায় খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. ফয়সাল হোসেন (৮) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।ফয়সাল ভান্ডারিয়া বাজারের ব্যবসায়ী ইলিয়াস হোসেনের ছেলে।তিনি ঢাকার একটি হাফিজিয়া মাদরাসায় লেখাপড়া করতেন।শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।শিশুটির চাচা মিজান হোসেন জানান, ফয়সাল শুক্রবার বেলা ১১ টার দিকে ঢাকা থেকে বাড়ি আসে।দুপুর ১ টার দিকে বাড়ির সামনের খালে গোসল করতে যায়।সেখানে গোসলের সময় পানিতে তলিয়ে যায়।পরে স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্ট করে ব্যার্থ হলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেয়।তারা ঘটনাস্থলে এসে ফয়সালকে উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আবাসিক মেডিক্যাল অফিসার ডা. কামাল হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।