মুন্সীগঞ্জে টংঙ্গীবাড়ী উপজেলার হাসাইল এলাকা সংলগ্ন পদ্মা নদীতে এক জেলের জালে ২৫ কেজি ওজনের বাঘাই আইড় মাছ ধরা পরেছে।ওমর আলি নামের ওই জেলে মঙ্গলবার(২৮ নভেম্বর)ভোরে মাছটি হাসাইল মাছ ঘাটের হোসেন হাওলাদারের আড়তে নিয়ে আসলে সেখানে ৮৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন স্থানীয় পাইকার রহমান কাজি।পরে সে মাছটি কেটে স্থাণীয় ক্রেতাদের কাছে বিক্রি করেন।জেলে ওমর আলি বলেন, প্রতিদিনের মতো গতকাল সোমবার রাতে নদীতে ফাঁসি জাল দিয়ে মাছ ধরতে গেলে বাঘাই আইরটি জালে ধরা পরে। সকালে আড়তে এনে ৮৫০ টাকা কেজি দরে ২১,২৫০ টাকা মাছটি বিক্রি করছি।পাইকার রহমান কাজি বলেন, মাছটি কেনার জন্য একক ক্রেতা না পাওয়ায় মাছটি কেটে বিক্রি করছি।এতে আমার ভালো লাভ হয়েছে।