পিরাজপুরর স্বরূপকাঠির অলংকারকাঠী আশ্রয়ণ প্রকল্পের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন পিরাজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে সদর ইউনিয়নের ওই আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন শেষে ওই কম্বল বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক আশ্রয়ণ কেন্দ্রের প্রতিটি ঘরে ঘুরে ঘুরে বাসিন্দাদের সাথে কুশল বিনিময় করে তাদের সার্বিক খাোজ খবর নেন। এসময় নেছারাবাদের উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মো. মাহবুব উল্লাহ মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ফিরাজ কিবরিয়া, সহকারি কমিশনার (ভূমি) তাপশ পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান রনী দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, এলজিইডি প্রকৌশলী তৌফিক আজিজ, প্রানিসম্পদ কর্মকর্তা তাপস ঘোষ, সদ্য বিদায়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ দাস বাপ্পি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মা. আসাদুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী রুপ কুমার সাহা, ইউপি চেয়ারম্যান আল আমিন, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হযরত আলী হিরু সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলন।