ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বনার্ঢ্য র্যালীও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।রবিবার (১০ডিসেম্বর) বিকালে বাংলাদেশ মানবাধিকার পর্যাবেক্ষন পরিষদ' ল" এন্ড হিউম্যান রাইট সোসাইটি তারাকান্দা শাখার উদ্যোগে স্থানীয ডাকবাংলা প্রাঙ্গনে মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র সরকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম নয়ন, উপজেলা আ"লীগের সদস্য আল আমিন, খোকন চন্দ্র দাস, শাহীন প্রমুখ।আলোচনা সভা শেষে বনার্ঢ্য র্যালী টি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।