ফাতেমা আক্তার মাহমুদা ইভা :
জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের অংশগ্রহণে জাতীয় প্রেসক্লাবের সামনে রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।এসময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড এবং আটক, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার আত্মীয়দের ছবি বহন করতে দেখা যায়।এসময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, জেলে নিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, অবৈধ নির্বাচন মানি না মানবো না সহ বিভিন্ন স্লোগান দেন।