পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা
পিরোজপুরে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা।বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা নাজিরপুরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।অন্যদিকে একই আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের পক্ষে শহরের পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠক করেন তার কর্মীরা।এ ছাড়া বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে নির্বাচনী পোস্টার ও ব্যানার।