1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটির শপথ গ্রহণ কাউখালীতে বাল্যবিবাহের অপরাধে বরের পিতার কারাদণ্ড মেঘনায় ১০৪ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ফুলপুরে এ কে এম ফজলুল হক দুদু মিয়া অটিজম বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির মিটিং অনুষ্ঠিত মেঘনায় সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা কাউখালী উপজেলা বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্তানকে বিক্রি করে অলংকার ও মোবাইল কিনলেন মা গজারিয়ায় সিকোটেক্স ডাইং এন্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরিতে আগুন চীনের দেয়া মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে হলে উপকৃত হবে ২২ জেলার  মানুষ  মেঘনা সেতুর ঢালে রডভর্তি ট্রাক বিকল, মহাসড়কে যানজট

আপনারা নাইচা উঠেন লন্ডন থেকে ঘোষণা আসলে… সেলিম ওসমান

  • প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে

ফাতেমা আক্তার মাহমুদা ইভা নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জ ৫ আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সেলিম ওসমান বলেন, এখন থেকেই কাজ করতে হবে।১০-১২জন এক সাথে বসবেন আর বলবেন নৌকা দেন-নৌকা দেন, এই ভুলটা আর কইরেন না।যতদিন বেঁচে আছি আমার সঙ্গে থাকেন।বাংলাদেশ নয়, আমরা এখন যুদ্ধ করছি স্মার্ট বাংলাদেশের জন্য। আমার পেছনে লোক থাকতে হবে, আমি যদি মারা যাই তাহলে আমার কাজগুলো তার এগিয়ে নিয়ে যেতে হবে। এখন থেকেই কাজ করতে হবে।সেলিম ওসমান বলেন, বিএনপির সমালোচনা করে লন্ডন থেকে বসে বসে বাচ্চাদের হুকুম দিচ্ছে,তারা জানে না বঙ্গবন্ধু কে ছিলো। বর্তমানে এমন কেউ নাই যে বঙ্গবন্ধুর ইতিহাস জানে না। আজকে তারা আমেরিকার দারস্ত হয়েছে, বাংলাদেশ থেকে গার্মেন্টস বন্ধ করে দিতে চাচ্ছেন।২১ বছর স্কুল থেকে বঙ্গবন্ধুর ইতিহাস মুছে দেওয়া হয়েছে, সেই সকল ছেলে-পেলে এখন বিএনপির কর্মী।তারা জানে না বঙ্গবন্ধু কে ছিলো।তারা ভোর বেলা বের হয়ে মানুষকে বলতাছে, আপনারা ভোট দিতে যাইয়েন না।লন্ডন থেকা ঘোষণা আসে আর আপনারা নাইচা উঠেন।বড় বড় নেতারা এখন ইচ্ছে করে জেলের ভেতর বসে রয়েছেন। ওদের তো নেতাই নেই।বাংলাদেশের টাকা নিয়া লন্ডনে যাইয়া বইসা আছে।ওইখানে বসে অপেক্ষা করছে, ওনার মা কবে মরবে।আর শকুনের দোয়ায় তো গরু মরে না।আমি মানুষকে ভালোবাসি, তিনি বলেন আমি আওয়ামী লীগ, জাতীয় পার্টি কিনবা বিএনপি দেখি নাই।যেখানেই গেছি, উন্নয়নের জন্য আমি সকলকে নিয়ে কাজ করেছি। ৭ তারিখ সকালে আপনি ভোট কেন্দ্রে যাবেন, আপনি যদি মনে করেন আপনি মুক্তিযোদ্ধা হতে পারেন নাই, তাহলে দেশকে রক্ষা করার একটি ভোট দিয়ে আপনি মনে করবেন একটি আগুন সন্ত্রাসি, একটি রাজাকারকে আপনি হত্যা করলেন।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে ১৩নং ওয়ার্ড এর গলাচিপা রেললাইন এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথ বলেন৷
এসময়৷ উপস্থিত ছিলেন রবিউল হোসেনের মহানগর আওয়ামী লীগের হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা বাবু চন্দন শীল পরিষদের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো শহীদ বাদল (ভিপি বাদল), মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, মাহমুদা মালা এড. মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইন বিষয়ক সম্পাদক এড ওয়াজেদ আলী খোকন, মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য শিখন সরকার শিপন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়ার সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি ১৩-১৪-১৫ ওয়ার্ড এর নারী কাউন্সিলর প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓