জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) প্রথম আলো বন্ধুসভার কার্যনির্বাহী কমিটি ২০২৪ গঠিত হয়েছে।উক্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছে কৃষি অনুষদের শিক্ষার্থী আতিক রাহাত রহমান এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী ফারদ্বীন রহমান।সদ্য সাবেক সভাপতি শাফিন রহমান ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মৃদুল এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২৫ সদস্য বিশিষ্ট ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে।সভাপতি আতিক রাহাত রহমান বলেন, পবিপ্রবি ইউনিট কে ঘিরে অনেক স্বপ্ন রয়েছে।তবে সব স্বপ্নের পিছনেই একটিই লক্ষ্য যে পবিপ্রবি কে বিশ্বের দরবারে তুলে ধরা। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা সবাই মিলে কাজ করলে অচিরেই সেই লক্ষ্যে পৌঁছে যাবে বন্ধুসভার হাত ধরে।সাধারণ সম্পাদক ফারদ্বীন রহমান বলেন, এই কমিটি পবিপ্রবি বন্ধুসভা’কে অন্যন্য ধারায় প্রবাহিত করবে বলে আমি আশাবাদী।আমরা পবিপ্রবি বন্ধুসভাকে সুনামের সাথে আরো অনেক দূর নিয়ে যাব।