অনলাইন ডেস্ক :
পিরোজপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ সোমবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় নেছারাবাদ উপজেলা সদরে অবস্থান করে সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং সন্ধ্যা ৬টায় কাউখালী উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করে উপজেলার সর্বসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। রাত ৮টায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ অফিসে অবস্থান করে শুভেচ্ছা বিনিময় করবেন।বিশেষ দ্রষ্টব্য: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নাশকতা এড়ানোর জন্য সারাদেশেই বিজয় মিছিল নিষিদ্ধ করেছেন।সুতরাং কোথাও কোন বিজয় মিছিল না করার জন্য নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন মহারাজ সকলকে অনুরোধ জানিয়েছেন।