নাসিম উদ্দীন ভোড়ামারা প্রতিরিধিঃ
আসন্ন ভেড়ামারা উপজেলা পরিষদ নির্বচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করবেন ভেড়ামারা পৌর আওয়ামীলীগের সভাপতি, কুষ্টিয়া জেলা পরিষদের ২ বারের প্যানেল চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি,সাবেক ছাত্রলীগ নেতা,বিশিষ্ট ব্যবসায়ী ও সজ্জন ব্যাক্তি আবু হেনা মোস্তফা কামাল মুকুল।বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে মুঠোফোনে তার সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি তার প্রার্থীতা হওয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন।আবু হেনা মোস্তফা কামাল মুকুল পারিবারিকভাবে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে আওয়ামী ছাত্রলীগ,যুবলীগ ও মুলধারার আওয়ামী রাজনীতির সহিত দীর্ঘদিন যাবৎ যুক্ত। তার বাবা প্রয়াত ইয়াকুব আলী মৃধা উপজেলা আওয়ামী লীগের দুর্দিনের সংগঠক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ভেড়ামারা সাব ডিভিশন শ্রমিকলীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন সুনামের সহিত দায়িত্ব পালন করেছিলেন।আসন্ন উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী ও দলীয় প্রতিক থাকলে ও দলীয় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোন রকম বাধ্যবাধকতা থাকবে না বলে দলীয় বিশ্বস্তসুত্রে জানা গেছে।এ ব্যাপারে দলীয় হাইকমান্ডের মধ্যে আলাপ আলোচনা চলছে বলে সুত্রমতে জানা গেছে।