পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ৭টি উপজেলায় এ বছর ১৬ হাজার ২৬৯ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে।জেলার ৭টি উপজেলায় এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১০ হাজার ৮৪৩ জন। এছাড়া দাখিল পরীক্ষায় ৪ হাজার ৩৭১ জন এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১ হাজার ৫৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।সকাল ১০ টায় একযোগে ২৪টি কেন্দ্রে এসএসসি, ১১ টি কেন্দ্রে দাখিল ও ৭টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে।সকাল সাড়ে ১০ টায় পিরোজপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম। তারা কেন্দ্র পরিদর্শন শেষে বলেন, কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং শান্তিপূর্ণ ভাবে সকল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।