নাসিম উদ্দীন কুৃষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারার বাহিরচর বারদাগ গ্রাম থেকে ৬০ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (১৭ফেব্রুয়ারী) জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারার বাহিরচর বারদাগ গ্রামে অভিযান চালিয়ে জনৈক মোঃ অনিক এর মুদি দোকানের সামনে পাবনা- কুষ্টিয়া মহাসড়কে পূর্ব পাশ থেকে পাবনার রাজাপুর বাবুর বাগান এলাকায়র মোঃ আসমত পরামানিকের ছেলে মজনু পরামানিক (২৮) ও নিয়ামতুল্লাহপুরের মোঃ আব্দুর রশিদ ছেলে মোঃ করিম মোল্লা(৩০) কে ৬০ বোতল ফেন্সিডিল সহ আটক করেন।