মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশ গ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা বিষয়ক দিনব্যাপী জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ সভা কক্ষে পিরোজপুর জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আযোজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান, সহকারী শিক্ষা অফিসার কে এম জামান, মোঃ মনিরুজ্জামান।জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ শামীম আহমেদের সঞ্চলনায় অনুষ্ঠিত এ জনসচেতনতা মূলক সভায় উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষক ও শিক্ষিকা অংশ নেন।নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পিরোজপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা শামীম আহমেদ বলেন, পারিবারিক জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য।এটি বাস্তবায়নে উৎপাদন থেকে শুরু করে খাবার প্লেটে পরিবেশিত খাদ্য নিরাপদ করতে আমরা কাজ করছি।বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়ে আমরা এ কার্যক্রমকে আরো গতিশীল করে চলেছি।