মোঃ ওসমান গনি নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জ সিরাজদিখান শ্রীনগর সংসদীয় এলাকা মুন্সীগঞ্জ- ১ আসনের নব নির্বাচিত সাংসদ সদস্য মাটি ও মানুষের নেতা আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ কে সংবর্ধনা দেওয়া হয়েছে।উপজেলা সাবরেজিস্টার অফিসের আয়োজনে সাবরেজিস্টার মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় এ সংবর্ধনা দেওয়া হয়।এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট তাহমিনা আক্তার তুহিন,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ ইকবাল হোসেন চোকদার, লতব্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ ফজলুল হক,জৈনসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু।আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল দলিল লেখক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।