1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মেঘনায় সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা কাউখালী উপজেলা বিএনপির সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সন্তানকে বিক্রি করে অলংকার ও মোবাইল কিনলেন মা গজারিয়ায় সিকোটেক্স ডাইং এন্ড প্রিন্ট্রিং ফ্যাক্টরিতে আগুন চীনের দেয়া মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে হলে উপকৃত হবে ২২ জেলার  মানুষ  মেঘনা সেতুর ঢালে রডভর্তি ট্রাক বিকল, মহাসড়কে যানজট ড্রাম ট্রাকে পৃষ্ঠে গেল যুবক কাউখালীতে নারীপক্ষ ও ডিডিএস ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত পিরোজপুরে দুদকের মামলায় হিসাবরক্ষণ ও এলজিইডি’র ৫ কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার গজারিয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ভেড়ামারার ভয়াবহ আগুনে পান বরজ পুড়ে যাওয়ায় স্বজনদের আহাজরি

  • প্রকাশিত: বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

নাসিম উদ্দীন কুষ্টিয়া প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় গত ১০ই মার্চ রবিবার আনুমানিক বেলা ১১ ঘটিকার সময় একটি পান বরজে আগুনের সুত্রপাত হয়।মুহুর্তেই আগুন পাশ্ববর্তী বরজে ছড়িয়ে পড়ে।এলাকাবাসী তা প্রত্যক্ষ করে এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে খবর দেয়।ফায়ার সার্ভিস পৌঁছতে পৌঁছতেই আগুনের লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং আড়কান্দি,মাধবপুর সহ প্রায় কয়েক কিলোমিটারের মধ্যে থাকা বরজগুলো আগুনে পুড়তে থাকে।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা বলেন, প্রচুর বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তাছাড়া আশে পাশে পানির উৎস না থাকা, মাঠের মধ্যে বরজে ঠিকমত পৌঁছতে না পারা,ইত্যাদি কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে বিলম্ব হয়।যদিও আশে পাশের জেলা সহ ফায়ার সার্ভিসের প্রায় ১৩ টি ইউনিট আগুন নেভাতে অক্লান্ত পরিশ্রম করেন।আগুনে কয়েক হাজার বিঘার পান বরজ পুড়েছে বলে এলাকাবাসি জানান।আপাত দৃষ্টিতে চোখ বন্ধ করে দেখলেও বোঝা যায় আগুনে শুধু ঐ এলাকার পান বরজ পুড়ে ছাই হয়নি, পান বরজের সাথে যুক্ত কৃষকের স্বপ্ন সাধ, পুড়ে হয়েছে ধুলিসাৎ।কৃষকের এ সম্পদটিকে ঘিরে ছিলো বহু স্বপ্ন, বেঁচে থাকা, ছেলে মেয়ের লেখাপড়া, পরিবারের খরচ, দায় দেনা পরিশোধ, ছেলে মেয়ের বিয়ে সাদি দেয়া ইত্যাদি।তাদের সে স্বপ্ন হয়েছে বিলীন। স্বপ্ন দেখতে তারা গেছে ভূলে। তাদের ভবিষৎ অন্ধকার, চোখে সরষে ফুল।ঘটনাস্হলে আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ (এমপি), ডিসি, এসপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পরিদর্শন করেছেন।ঐ এলাকায় বর্তমানে বেদনা বিধুর পরিবেশের সৃষ্টি হয়েছে।সম্পদ হারানো এসব কৃষকদের জন্য দরকার প্রয়োজনীয় সরকারী / বেসরকারী সহায়তা।এলাকাবাসীর দাবী নিঃস্ব হয়ে যাওয়া কৃষকদের পাশে দ্রুততম সময়ে সাহার্য্য সহায়তা পৌঁছে যাক।তারা জননেতা মাহবুবুল আলম হানিফ (এমপি),কামারুল আরেফিন (এমপি) সহ সকলের সহযোগিতা ও আশু হস্তক্ষেপ কামনা করছেন।
আজও সেখানকার আকাশে, বাতাসে পুড়ে যাওয়া ফসলের গন্ধ।কৃষক ও তার পরিবারের আহাজারীতে ক্রমেই ভারী হচ্ছে বাতাস।তাদের আকুতি, কাকুতি, কিংবা মিনতি ও কান্নার রোল চলমান। জানিনা তাদের এ কান্নার শেষ কোথায়!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓