নাসিম উদ্দীন কুৃষ্টিয়া প্রতিনিধিঃ
জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি রায়টা পাথরঘাটায় পানবরজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আগামী শনিবার ভেড়ামারা আসছেন।গত ১০ মার্চ রোববার ভেড়ামারায় এক পূর্বনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে তিনি ভেড়ামারা এসেছিলেন।সেদিনই দুপুরে এই অগ্নিকাণ্ড ঘটে ও দ্রুত ছড়িয়ে পড়ে।এতে একরের পর একর জমির পানবরজ পুড়ে ছাই হয়ে যায়।ব্যাপক ফসলহানী ঘটে।সেদিনই সন্ধ্যায় তিনি অগ্নিকাণ্ড এলাকা পরিদর্শন করেন।উক্ত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আগামী শনিবার ত্রাণ বিতরণ করবেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভেড়ামারার গণমানুষের প্রকৃত নেতা জননেতা মাহবুব উল আলম হানিফ।স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ কামারুল আরেফিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উক্ত কর্মসূচিস্থলে উপস্থিত থাকবেন মর্মে জানা গেছে।ত্রাণ প্যাকেটিং ১নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন কার্যক্রম তদারকি করছেন।