জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ইকোনোমিক্স এন্ড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার।মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন কক্ষে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।নতুন ডিন অধ্যাপক ড. মোঃ সুজাহাঙ্গীর কবির সরকার আগামী দুই বছরের জন্য এ দায়িত্বপ্রাপ্ত হন।অধ্যাপক ড. ইমরানুল ইসলামের সঞ্চালনায় একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ জাকির হোসেন'র সভাপতিত্ত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত অনুষদের সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ।প্রসঙ্গত, গতকাল ১৮ মার্চ সদ্য বিদায়ী ডিন ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগের অধ্যাপক আবুল বাশার খানের দুই বছরের মেয়াদ শেষ হয়।