জান্নাতীন নাঈম জীবন, পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২১ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের চতুর্থ তলায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো: সোহেল রানার সভাপতিত্বে ও সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: আব্দুল আজিজ,পবিপ্রবি কৃষি অনুষদের অধ্যাপক ড. আশরাফুল আলম, নিউট্রিশন এন্ড ফুড সাইন্স অনুষদের সহযোগী অধ্যাপক মোঃ হাসানুজ্জামান,বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন সেলের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ ওয়াজকুরুনী, উপগ্রন্থগারিক মো: শিহাবুল আলম, সমিতির সাধারণ সম্পাদক রাগিব রায়হান মিঠু।অনুষ্ঠানের প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো: জান্নাতীন নাঈম জীবন।কুরআন তেলাওয়াত পরবর্তী অতিথিরা বক্তব্য প্রদান করেন। এসময় নবীন শিক্ষার্থীদের উপহার সামগ্রী প্রদান করা হয়।পাশাপাশি উপস্থিত সকলকে ইফতার সামগ্রী প্রদান করা হয়।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমিতির অন্তর্ভুক্ত শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।