কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে বহুবিধ মামলার আসামী কুখ্যাত লিটু চোরা ওরফে লিটন (৩২) গ্রেফতার।থানা সূত্রে জানা গেছে উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে গরুচুরি, সিধকাটা সহ মাদক ব্যবসায়ী দীর্ঘদিনের পলাতক আসামী লিটন কে বরিশাল র্যাব-৮ ও কাউখালী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে গত রবিবার (২৪ মার্চ) রাতে রাজাপুর থেকে গ্রেফতার করে।তাকে পিরোজপুর জেল হাজতে পাঠিয়েছে কাউখালী থানা পুলিশ।অভিযোগ সূত্রে জানা যায় যে, লিটনের বিরুদ্ধে বিভিন্ন জেলা ও থানায় বহুবিদ মামলা রয়েছে। লিটন কাউখালী উপজেলার জয়কুল গ্রামের হেমায়েত সিকদারের ছেলে।এ ব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, লিটন দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের চুরি ও মাদক ব্যবসার সাথে জড়িত, সে কুক্ষাত অপরাধী, তার বিরুদ্ধে জয়কুল গ্রামের গরু চুরি মামলা সহ ঝালকাঠীর রাজাপুর থানা ও কাউখালী থানার মোট ৭টি মামলায় পলাতক আসামী ।বরিশাল র্যাব-৮ ও কাউখালী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সোমবার (২৫ মার্চ) কোর্টে প্রেরণ করা হয়েছে।