মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুর উপজেলা নানান আয়োজনে পালিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।উক্ত দিবস উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও সম্মিলিত কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়।সকাল সাড়ে আটটার দিকে ফুলপুর পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও সম্মিলিত কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, পৌর মেয়র শশধর সেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার সহ সকল দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও সুধীজন।