মাহবুবা নাজমিন কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
বাংলাদেশ মহিলা শ্রমিকলীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলা মহিলা শ্রমিকলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।উপজেলা মহিলা শ্রমিকলীগের সভাপতি মাকসুদা বেগম লিপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংগীতা সমদ্দারের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুস শহীদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন।এসময় উপজেলা যুবলীগের সভাপতি অলোক কর্মকার, উপজেলা মহিলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক রাখি আক্তার, সাংগঠনিক সম্পাদক সীমা আক্তার,ত্রান বিষয়ক সম্পাদক লাবনী আক্তার, শিয়ালকাঠি ইউনিয়ন মহিলা শ্রমিকলীগের সভাপতি নাসরিন বেগম, কাউখালী সদর ইউনিয়ন মহিলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নিরু বেগম সহ উপজেলা ও ইউনিয়ন মহিলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।